• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের প্লে-অফের টিকিট পেল বলিভিয়া

প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বিশ্বের অন্যতম উচ্চতম দেশ বলিভিয়ায় এবার হেরেছে ব্রাজিল। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উচ্চতায় অবস্থিত এল আলতোর কঠিন পরিবেশে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১-০ গোলে হার মানে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ব্রাজিলের বিপক্ষে এই জয়ে ২০২৬ বিশ্বকাপের প্লে-অফে জায়গা করে নিয়েছে বলিভিয়া।
ব্রাজিলের জন্য ম্যাচটি ছিল কঠিন কারণ বলিভিয়ার এল আলতোতে খেলা তাদের স্বাভাবিক ফুটবল খেলার পথে বাধা হয়ে দাঁড়ায়। বলিভিয়া বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে ব্রাজিলকে অনেক পিছনে ফেলে এগিয়ে ছিল। বলিভিয়া ২৩টি শট নেয়, যার ১০টি ছিল লক্ষ্যে। অপরদিকে, বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল ১০টি শট নিলেও মাত্র ৩টি শট লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধে যোগ করা সময়ে। পেনাল্টি থেকে বলিভিয়াকে এগিয়ে দেন মিগুয়েলিটো। ব্রাজিলের গোলকিপার অ্যালিসন সঠিক দিকেই ঝাঁপিয়ে পড়েন, তবে বল ঠেকাতে পারলেন না। দ্বিতীয়ার্ধে বলিভিয়া আরও কিছু সুযোগ তৈরি করে তবে ব্রাজিলও আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে জয় পায় বলিভিয়া এবং প্লে-অফে তাদের স্থান নিশ্চিত হয়।
বিশ্বকাপ বাছাইপর্বের ১৮ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে ব্রাজিল টেবিলের পঞ্চম স্থানে রয়েছে, যেখানে তাদের বিশ্বকাপ খেলা আগেই নিশ্চিত হয়েছে। অন্যদিকে, ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে বলিভিয়া, যারা লাতিন আমেরিকার বাছাইয়ে সপ্তম হয়ে আন্তমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নিয়েছে।
এছাড়া, লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা ও ব্রাজিল ছাড়াও ইকুয়েডর, কলম্বিয়া, উরুগুয়ে এবং প্যারাগুয়ে।

 

সর্বাধিক পঠিত