• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরের শেখ ফাউন্ডেশন স্পোর্টিং ক্লাব ২০ বছরের গৌরবময় যাত্রা

প্রকাশ:  ২৯ আগস্ট ২০২৫, ১১:৫৭ | আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১১:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ, নারায়ণপুরে প্রতিষ্ঠিত শেখ ফাউন্ডেশন স্পোর্টিং ক্লাব আজ দুই দশকের গৌরবময় যাত্রা অতিক্রম করেছে। ২০০৫ সালে প্রতিষ্ঠাতা মোঃ জিসান শেখ-এর হাত ধরে সূচনা করা এ সংগঠনটি শুরুতে ছিল একটি ক্রীড়া ক্লাব। আর বর্তমানে এটি সমাদৃত একটি সামাজিক ও মানবিক সংগঠন। ক্রীড়া ক্ষেত্রে অর্জন শুরু থেকেই খেলাধুলায় সক্রিয় এই ক্লাবটি ক্রিকেট ও ফুটবলের মতো বড় বড় খেলায় শিরোপা জয় করে স্থানীয় ক্রীড়াঙ্গনে সুনাম অর্জন করেছে। খেলাধুলার সাফল্যের পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমেও রেখেছে অবদান। সমাজসেবায় অবদান ঈদে গরিব ও দুঃস্থদের মাঝে পোশাক ও খাদ্য বিতরণ, অসহায় মানুষের আর্থিক সহায়তা প্রদান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। প্রতিষ্ঠাতা মোঃ জিসান শেখ বলেন, শেখ ফাউন্ডেশন স্পোর্টিং ক্লাবকে আমি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে নিয়ে যেতে চাই। এই দীর্ঘ যাত্রায় যারা পাশে থেকেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দুই দশকের এই পথচলায় শেখ ফাউন্ডেশন স্পোর্টিং ক্লাব কেবল মতলব দক্ষিণ নয়, সমগ্র চাঁদপুর জেলার গর্ব হয়ে উঠেছে।

সর্বাধিক পঠিত