• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

আমরা মোস্তাফিজকে মিস করবোঃ ফিল সিমন্স

প্রকাশ:  ২৭ মে ২০২৫, ১২:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে সফরের আগেই বড় ধাক্কা খেয়েছে টাইগার শিবির। ইনজুরির কারণে সিরিজ থেকে ইতোমধ্যেই ছিটকে গেছেন দুই তারকা পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন দলের প্রধান কোচ ফিল সিমন্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে গিয়েছিলেন মোস্তাফিজ। দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামা বাঁহাতি এই পেসার চোট পেয়েছেন একটি ম্যাচে ফিরতি ক্যাচ নেওয়ার সময়। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে ছিলেন দিল্লির সেরা বোলার। দুর্দান্ত এই পারফরম্যান্সের দিনই বাঁহাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান তিনি। চিকিৎসকদের মতে, তাকে কমপক্ষে দুই-তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে বাদ পড়েছেন পাকিস্তান সফর থেকে।

মোস্তাফিজকে হারানো দলের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন ফিল সিমন্স। সোমবার (২৬ মে) লাহোরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে  তিনি বলেন,'হ্যাঁ, মোস্তাফিজ এখন একজন সিনিয়র পেসার। আপনি তো আপনার সিনিয়রদের মিস করবেনই। সে আইপিএলে দুর্দান্ত বল করেছে। তাকে হারানো অবশ্যই ক্ষতির। আমরা তাকে মিস করবো। কিন্তু এটা অন্য একজনের জন্য সুযোগ তিন ম্যাচে পারফর্ম করে জায়গা করে নেয়া।'

শুধু মোস্তাফিজ নয়, ইনজুরির কারণে নেই আরেক সিনিয়র পেসার তাসকিন আহমেদও। দীর্ঘদিন ধরে চোট নিয়ে খেলা এই ডানহাতি পেসারের গোঁড়ালির সমস্যা বেড়েছে সম্প্রতি। ইংল্যান্ডে চিকিৎসকের পরামর্শ নিয়ে বর্তমানে মাঠে ফেরার অপেক্ষা করছেন তাসকিন। ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কা সফরে হয়তো আবারও মাঠে ফিরতে পারেন তাসকিন। তাসকিন ও মোস্তাফিজ দুজনকেই হারিয়ে পেস আক্রমণে ভারসাম্য হারাচ্ছে বাংলাদেশ দল। এই প্রসঙ্গে সিমন্স বলেন,'এই ফরম্যাটে আমাদের বোলিংই মূল শক্তি। কিন্তু তাসকিন ও মুস্তাফিজের মতো দুজন সিনিয়র বোলার না থাকায় স্বাভাবিকভাবেই ব্যালেন্সটা কিছুটা কমে গেছে।'

 

সর্বাধিক পঠিত