• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বছরের শেষ ম্যাচে মেসির নতুন বিশ্বরেকর্ড

প্রকাশ:  ২০ নভেম্বর ২০২৪, ১২:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফুটবলে রেকর্ডগুলো নিজের নামের পাশে করে নেওয়াটাই যেন লিওনেল মেসির রোজকার অভ্যাস। বিগত দেড় যুগের ফুটবল ক্যারিয়ারে প্রায় সবকিছুই নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার এই লিটল ম্যাজিশিয়ান। ২০২৪ সালে নিজের শেষ ম্যাচে এসেও ভাগ বসালেন নতুন এক বিশ্বরেকর্ডের তালিকায়। পেরুর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে একমাত্র গোল পেয়েছেন লাউতারো মার্টিনেজ। লিওনেল মেসির বাড়ানো মাপা এক ক্রসে শুন্যে ভেসে ভলি করেন ইন্টার মিলানে খেলা এই স্ট্রাইকার। বল জালে যদিও জড়িয়েছেন লাউতারো, তবে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন মেসি।

আন্তর্জাতিক ফুটবলে এই নিয়ে ৫৮ গোলে সহায়তা করলেন মেসি। হয়ে গেলেন দেশের হয়ে সবচেয়ে বেশি অ্যাসিস্টের মালিক। এক্ষেত্রে অবশ্য তিনি একাই সবার ওপরে না। তার পাশে আছেন যুক্তরাষ্ট্র ফুটবলের কিংবদন্তি ল্যান্ডন ডনোভান। যুক্তরাষ্ট্রের জার্সিতে ডনোভান ম্যাচ খেলেছিলেন ১৫৭টি। মেসি ১৯১ ম্যাচ খেলে এই রেকর্ডে ভাগ বসিয়েছেন। বিশ্বরেকর্ডের এই তালিকায় দুইয়ে আছেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। ১২৮ ম্যাচ খেলে ৫৭টি গোলে সহায়তা করেছেন নেইমার। বর্তমানে সক্রিয় ফুটবলারদের মধ্যে কেভিন ডে ব্রুইনের অ্যাসিস্ট ৪৯টি, ক্রিস্তিয়ানো রোনালদোর ৪৮টি। আজকের এই ম্যাচে জয়ের পর ১২ ম্যাচ থেকে আর্জেন্টিনার সংগ্রহ ২৫ পয়েন্ট। নিজেদের খেলা যখন শেষ হয়েছে তখন লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে তারা এগিয়ে আছে ৫ পয়েন্টের ব্যবধানে। দুই থাকা উরুগুয়ে নিজেদের ম্যাচে জয় পেলে সেটা নেমে আসবে ৩ পয়েন্টে। তবে শীর্ষস্থান হারাতে হচ্ছে না তাদের। পরেরবার আর্জেন্টিনাকে মাঠে দেখা যাবে ২০২৫ এর মার্চে।

সর্বাধিক পঠিত