• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফিরছেন প্যাট কামিন্স, ছুটিতে হেড-মার্শ

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০২৪, ১০:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কথা ছিল ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে পূর্ণাঙ্গ মনোযোগ দিতে মাঝে আর ক্রিকেটই খেলবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দীর্ঘদিন ধরেই মর্যাদার বোর্ডার-গাভাস্কার সিরিজটা হাতে পাচ্ছে না অজিরা। নিজেদের মাঠে এবারে সেই সিরিজটা ফিরে পেতে মরিয়া তারা। নভেম্বরের সেই সিরিজকে সামনে রেখে এরইমাঝে কথার লড়াইতেও নেমেছেন অজি তারকারা।

সেই মর্যাদার সিরিজের কারণেই অবশ্য নিজের ছুটি শেষ করছেন কামিন্স। নভেম্বরের ৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিয়মিত অধিনায়ককে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এই তিন ওয়ানডে দিয়েই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে চান বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। তবে একই স্কোয়াডে থাকা হচ্ছে না বিশ্বকাপের আর দুই তারকা ট্রাভিস হেড এবং মিচেল মার্শের।

এই সিরিজের সময়েই বাবা হতে চলছেন দুজনেই। হেড-মার্শরা পিতৃত্বকালীন ছুটিতে থাকায় সুযোগ পাচ্ছেন দুই তরুণ ক্রিকেটার। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ও ম্যাথু শর্টের সামনে সুযোগ টপ অর্ডারে নিজেদের প্রমাণ করার। এর বাইরে এই সিরিজে খেলা হচ্ছে না অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। অস্ত্রোপচারের কারণে লম্বা সময় অজিদের হয়ে মাঠে নামা হবে না এই অলরাউন্ডারের। আবার ইনজুরি কাটিয়ে দলে আসছেন পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

স্কোয়াড নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি। এখান থেকেই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াডের বিবেচনায় থাকা খেলোয়াড়দের বাজিয়ে দেখতে চান তিনি, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই আমাদের শেষ ওয়ানডে সিরিজ, তাই স্কোয়াডে ভারসাম্য খুঁজে বের করার এটাই সুযোগ। এছাড়া গ্রীষ্মের টেস্টের জন্যও ব্যক্তিগত প্রস্তুতির ভালো সুযোগ এটা।’

নিজেদের সবশেষ সাদা বলের ক্রিকেটের জন্য অস্ট্রেলিয়া ছিল ইংল্যান্ড ও স্কটল্যান্ড সফরে। সেখানকার সাফল্য নিয়ে দারুণ খুশি বেইলি, ‘যুক্তরাজ্যে ওয়ানডে দল দারুণ করেছে, বিশেষ করে চোট ও অসুস্থতার সমস্যা থাকার পরও। আমরা এই অর্জনকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতির বড় সুযোগ হিসেবে দেখছি।’ আগামী ৪ নভেম্বর মেলবোর্নে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৮ ও ১০ নভেম্বর, অ্যাডিলেড ও পার্থে।

অস্ট্রেলিয়ার ১৪ সদস্যের স্কোয়াড : প্যাট৷ কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, কুপার কনোলি, অ্যারন হার্ডি, জ্যাক-ফ্রেজার ম্যাকগার্ক, জশ ইংলিশ, জশ হ্যাজেলউড, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

 

সর্বাধিক পঠিত