• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হোপের তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজের জয়

প্রকাশ:  ২২ জুন ২০২৪, ১১:০৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সুপার এইটের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে রান রেটে এখন গ্রুপ -২ এ ইংলিশদেরও পেছনে ফেলেছে তারা। দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে ফিরেছে টুর্নামেন্টের অন্যতম আয়োজকরা।

ব্রিজ টাউনে ১২৯ রানের লক্ষ্য ৫৫ বল হাতে রেখেই ছু্ঁয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যার বড় কৃতিত্ব ওপেনার শাই হোপের। যুক্তরাষ্ট্রের ওপর রীতিমত তাণ্ডব চালিয়েছেন তিনি। ৩৯ বলে অপরাজিত ৮২ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। তাতে ছিল ৪টি চার ও ৮টি ছক্কা। যা তার ক্যারিয়ার সেরা।

জনসন চার্লস আর হোপের ওপেনিং জুটিতেই ৭ ওভারে আসে ৬৭ রান। জনসনের বিদায়ের পর হোপ তারপর একার তাণ্ডবে ছঁড়ি ঘুরিয়েছেন। পুরান ১২ বলে ২৭ রানের ক্যামিও ইনিংসে অবদান রাখেন।  তাতে ১০.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতেছে ক্যারিবিয়ানরা।

শুরুতে যুক্তরাষ্ট্রকে ব্যাট করতে পাঠিয়ে তাদের ১৯.৫ ওভারে ১২৮ রানে রুখে দিতে পারে ওয়েস্ট ইন্ডিজ। ৩ রানে টেইলের আউটের পর ভালো কিছু বার্তা দিচ্ছিলেন আন্দ্রে গুস ও নিতিশ কুমার। নিতিশকে দলেন ৫১ রানে ফিরিয়ে সম্ভাবনাময় জুটি ভাঙেন গুদাকেশ মোটি। তাতেই ছন্দপতন ঘটেছে। ৬০ রানে আলজারি জিসেফের বলে ফেরেন আক্রমণাত্মক খেলতে থাকা গুস। ১৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৯ রানে ফেরেন তিনি। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে চাপে পড়ে যায় তারা।

১৯ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন রোস্টন চেজ। ম্যাচসেরাও তিনি। ৩১ রানে আন্দ্রে রাসেলও তিনটি উইকেট নিয়েছেন। আলজারি জিসেফ ৩১ রানে নিয়েছেন দুটি। গুদাকেশ মোটি ১৪ রানে নিয়েছেন একটি।

সর্বাধিক পঠিত