• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১
  • ||
  • আর্কাইভ

স্বাধীনতা দিবস টেবিল টেনিস টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশ:  ২৫ মার্চ ২০২৪, ০৯:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টেবিল টেনিস টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ রোববার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামের হলরুমে টুর্নামেন্টের    উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র কার্যকরী সদস্য সুভাষ চন্দ্র রায়।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার টেবিল টেনিস উপ-কমিটির সভাপতি ডাঃ মিজানুর রহমান, ক্রীড়া  সংস্থার কার্যকরী কমিটির সদস্য রোটারিয়ান শরীফ আশ্রাফুল হক, টেবিল টেনিস খেলোয়াড় নূরুল হায়দার সংগ্রাম, মজু রাসেল ও সাবেক ক্রিকেটার সাইফুল ইসলাম সুমন।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চাঁদপুর ইউনিটের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টে অংশ নিয়েছে জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ৫টি ক্লাবের (একক/দ্বৈতে) ১৪ জন খেলোয়াড়। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন উন্মুক্ত একক (বালিকা) দলের হয়ে প্রফেসরপাড়া ক্রীড়া চক্রের মিলি আক্তার ও তালতলা স্পোর্টিং ক্লাবের নূরজাহান আক্তার। টুর্নামেন্টে অংশ নেয়া ক্লাবগুলো হচ্ছে পশ্চিম শ্রীরামদী ক্লাব, পূর্ব শ্রীরামদী ক্লাব, নাজিরপাড়া ক্রীড়া চক্র, তালতলা স্পোর্টিং ক্লাব ও প্রফেসরপাড়া ক্রীড়া চক্র।