বাংলাদেশ-জিম্বাবুয়ে অলিখিত ফাইনাল আজ : খেলবেন চাঁদপুরের শামীম
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে অলিখিত ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-জিম্বা্ুয়ে। আজ (রবিবার) মাঠে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। হারারেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায়। এর আগে উভয় দল ১টি করে ম্যাচ জয়ী হওয়ায় আজ যারা জিতবে সিরিজ তাদের।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ ও একমাত্র টেস্ট ম্যাচে জয়ের পর করে নিজেদের একক প্রাধান্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের মাটিতে এটিই ছিলো প্রথম হোয়াইটওয়াশ। এই নিয়ে ছয়বার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।
প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৮ উইকেটের হারিয়ে শততম টি-টোয়েন্টিতে জয় পায় বাংলাদেশ। অপরদিকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টিম টাইগার ২৩ রানে হারলে সিরিজ সমতায় ফেরে জিম্বাবুয়ে। তাই আজ (রবিবার) যে দল জয় নিশ্চিত করবেন সিরিজ উল্লাস সে দলই করবে।
দ্বিতীয় টি-টুয়েন্টিতে অভিষেক হওয়া ১৩ বলে ২৯ রানের ইনিংস খেলা চাঁদপুরের অলরাউন্ডার শামীম পাটওয়ারী আজকের ম্যাচেও দলে থাকছেন বলে জানিয়েছে বিসিবি টিম ম্যানেজম্যান্ট। গতকাল চাঁদপুর কণ্ঠের সাথে বিশেষ সাক্ষাৎকারে শামীম পাটওয়ারীও একই ইঙ্গীত দেন। আজ ভালো খেলে শামীমের ক্যারিয়ারে প্রথম জয় উদযাপন করতে চান তিনি।
আজকের তৃতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, শামীম পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ/মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ তাদিওয়ানাশে মারুমানি, রেগিস চাকাভা, ওয়েসলে ম্যাধভেরে, ডিওন মেয়ার্স, সিকান্দার রাজা, রায়ান বার্ল, লুক জংউই, মিল্টন সুম্বা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা।
আজকের ম্যাচ শেষে দেশে ফিরবে বাংলাদেশ দল। ৩ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার সাথে টি-টুয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে।