• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বন্ধুর জয়, বন্ধুর পরাজয়

প্রকাশ:  ০৫ জুন ২০২১, ১৭:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল এবং ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান একে অপরের পরম বন্ধু। একেবারে স্কুল জীবন থেকে তারা দুজন অন্তরঙ্গ বন্ধু। পাশাপাশি এলাকার বাসিন্দা। ছাত্র রাজনীতি এবং মূল দলের রাজনীতি একই সাথে পথচলা। এই দুই বন্ধু গতকাল কিছু সময়ের জন্য একে অপরের প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ ছিলেন। তবে এই প্রতিদ্বন্দ্বিতা কোনো রাজনৈতিক মাঠে বা নির্বাচনী মাঠে নয়। খেলার মাঠে এই দুই বন্ধু একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন, প্রতিপক্ষ ছিলেন। খেলায় এক বন্ধুর দল জিতেছে, অপর বন্ধুর দল হেরেছে। খেলাটি হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ বালক দলের ফাইনাল খেলা। গতকাল শুক্রবার চাঁদপুর স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়ে। খেলায় ফরিদগঞ্জ উপজেলা দলের কাছে ১-০ গোলে চাঁদপুর পৌরসভা দল হেরেছে। ফরিদগঞ্জ উপজেলা দলের নেতৃত্ব দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, আর চাঁদপুর পৌরসভা দলের নেতৃত্ব দিয়েছেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল। মাঠে খেলোয়াড়দের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং চরম উত্তেজনা থাকলেও এই দুই দলের কর্ণধার মেয়র এবং চেয়ারম্যানের মধ্যে ঠিকই বন্ধুত্বসুলভ প্রতিদ্বন্দ্বিতা ছিল। দুজন পাশাপাশি বসে পুরো খেলা দেখেছে। সর্বশেষ জয়ের হাসি হাসলো ফরিদগঞ্জ উপজেলা দল। খেলার পুরোটি সময় দর্শকদের মুখে মুখে একটাই কথা ছিল 'বন্ধু বন্ধুর প্রতিপক্ষ '। এই দুই বন্ধুর বন্ধুরাও এটি নিয়ে বেশ মজা করেছে। আবার খেলা শেষে সবাই বলেছে- বন্ধুর জয়, বন্ধুর পরাজয়। খেলাটি বেশ উপভোগ্য এবং আনন্দদায়ক ছিল।

সর্বাধিক পঠিত