‘আমরা বায়ার্ন মিউনিখ, নেইমার-এমবাপেকে ভয় পাই না’
রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্স ডিফেন্ডার বেঞ্জামিস পাভার্দের সেই গোলের কথা নিশ্চই মনে আছে ফুটবলপ্রেমীদের। পাভার্দ এখন খেলেন বায়ার্ন মিউনিখের হয়ে। জার্মান ক্লাবটির এবারের যে স্বপ্নযাত্রা, তার সঙ্গী ফরাসী ফুটবলার পাভার্দও।
বার্সেলোনাকে কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলে হারানোর পর সেমিফাইনালে লিওঁকে বায়ার্ন হারিয়েছে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে জার্মান চ্যাম্পিয়নরা। ফাইনালে তাদের জন্য অপেক্ষা করছে নেইমার-এমবাপেদের ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।
বর্তমান সময়ে বিশ্বের অন্যতম দুই সেরা তারকা নেইমার এবং এমবাপে। এই দু’জন যদি সঠিক সময়ে জ্বলে উঠতে পারেন, তাহলে নিশ্চিত প্রতিপক্ষের খবর আছে। যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারেন তারা দু’জন। ম্যাচের মোড়ও পুরোপুরি ঘুরিয়ে দিতে পারেন।
কিন্তু বায়ার্নের ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্দ মোটেও ভয় পাচ্ছেন না এই দুই সেরা তারকাকে। তিনি মনে করেন, বায়ার্ন মিউনিখের অনেক বড় সামর্থ্য আছে, নেইমার এবং এমবাপেকে থামিয়ে দেয়ার। তিনি বলেন, ‘আমরা বায়ার্ন মিউনিখ। আমাদের উচিৎ নয় কাউকে ভয় পাওয়া।’
সেমিতে কিন্তু পিএসজি হারিয়েছে আরেকটি জার্মান ক্লাবকে। আরবি লেইপজিগকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে তারা। মজার বিষয় হলো সেমিতে হান্সি ফ্লিক্সের দল বায়ার্নও হারিয়েছে একটি ফরাসি ক্লাবকে। ফাইনালে মুখোমুখি হচ্ছে যেন ফ্রান্স এবং জার্মানি। যেখানে ফরাসি তারকা পাভার্দ খেলবেন জার্মান ক্লাব বায়ার্নের হয়ে।
বায়ার্ন মিউনিখ ফাইনাল খেলতে নামবে এমন একটি রেকর্ড নিয়ে যা দেখে যে কোনো প্রতিপক্ষ ভয় পেতে বাধ্য। চ্যাম্পিয়ন্স লিগে টানা ১০টি জয় বায়ার্নের। পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারলে টানা ১১তম জয় হয়ে যাবে তাদের। রিয়াল মাদ্রিদই কেবল টানা ১১টি ম্যাচ জয়ের কৃতিত্বের অধিকারী।
পাভার্দ মনে করেন, রোববারের ফাইনালেও তাদের জয়ের ধারা অব্যাহত থাকবে। আরএমসি স্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে পাভার্দ বলেন, ‘এটা খুবই মজার। এই ধরনের প্রতিযোগিতায় খেলা একটি স্বপ্ন। তারওপর ম্যাচটা হচ্ছে ফাইনাল। শুধু তাই নয়, ম্যাচটি খেলবো প্যারিসের বিপক্ষে। আমি তো পুরোপুরি উত্তেজিত, ফ্রান্সের একটি ক্লাবের বিপক্ষে ফাইনাল খেলবো। আমরা জানতাম, লিওঁ পুরো ডিফেন্স ব্লক করে খেলবে। তারা ভালো খেলেছেও। কিন্তু স্কোর করতে পারেনি। আমরা তাদের চেয়েও অনেক উঁচুমানের ফুটবল খেলেছি। যেটা ফলাফলেই প্রমাণ। কিন্তু আমরা সতর্ক ছিলাম লিওঁ তাদের লাইন ভেঙে দিতে পারে যে কোনো সময়। কারণ তারা খুবই ভয়ঙ্কর।’
পাভার্দ আরও বলেন, ‘আমরা খুবই ইতিবাচক এখন। আমরা জিতেছি এবং এখন ফাইনালের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। অবশ্যই ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুটি সেরা দল। তবে আমরা শান্তই আছি এবং কেউ আমাদের জন্য ভয়ের কারণ নয়। আমরা একটা দুর্দান্ত মৌসুম পার করেছি। শেষটা করতে চাই শিরোপা জিতে। কারণ, আমরা বায়ার্ন মিউনিখ।’
নেইমার এবং কিলিয়ান এমবাপের হুমকি সম্পর্কে জানতে চাইলে পাভার্দ বলেন, ‘তারা অবশ্যই পূর্ণাঙ্গ একটি দল। তবে, তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা ভয় পাই না। আমাদের দলটাও সেরা। সুতরাং, আমরা নিজেদের মত করেই খেলতে চাই। যাতে, শিরোপা নিয়ে ফিরতে পারি।’