ঢাকার ৯০ এফসি দলের কাছে ২-০ গোলে হেরেছে চাঁদপুর সোনালী অতীত ক্লাব
চাঁদপুর স্টেডিয়ামে ঢাকার ৯০ এফসি ও চাঁদপুর সোনালী অতীত ফুটবল দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সাথে ২-০ গোলে জয়লাভ করেছে ঢাকার ৯০ এফসি ক্লাব। গতকাল ২৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় অংশগ্রহণ করেন নব্বইয়ের দশকের সাবেক ফুটবলারগণ।
দু দলের খেলোয়াড়দের মধ্যে অনেকেই জাতীয় দলসহ ঢাকার বিভিন্ন নামী-দামী ক্লাবে খেলেছেন। অনেকদিন পরে সেই পুরানো খেলোয়াড়রা আবার একত্রিত হয়ে প্রীতি ফুটবল ম্যাচ খেললেন।
চাঁদপুর সোনালী অতীত ক্লাবের আয়োজনে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরু থেকেই ৯০ এফসি দলের খেলোয়াড়দের কাছে কোনো পাত্তাই পাননি চাঁদপুর সোনালী অতীত ক্লাবের খেলোয়াড়রা। খেলার প্রথমার্ধে এফসি দলের ঋতু প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান ১-০ গোলে। খেলার প্রথমার্ধ ১-০ গোলে শেষ হয়।
খেলার দ্বিতীয়ার্ধে চাঁদপুর সোনালী অতীত ক্লাব গোল পরিশোধ করার জন্যে এবং এফসি দলের খেলোয়াড়রা গোলের সংখ্যা বাড়ানোর জন্যে প্রতিযোগিতায় নেমে পড়েন। অবশ্য দ্বিতীয়ার্ধের এ খেলায় ৯০ এফসি জয় পায়। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি এফসির উজ্জ্বল গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যান।
খেলায় রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত ঢাকার ৯০ এফসি জয়ী হয়ে মাঠ ছাড়েন। ঢাকার সাবেক খেলোয়াড়দের খেলা দেখে মাঠে উপস্থিত দর্শকরা আনন্দ উপভোগ করে।
খেলা শেষে এবং খেলার শুরুতে দু দলের খেলোয়াড়সহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সম্পাদক সাহির হোসেন পাটওয়ারী।
চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সভাপতি ও সাবেক ফুটবলার মনোয়ার হোসেন চৌধুরীর সভাপ্রধানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মেদ শান্ত।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থা ও সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
খেলোয়াড়রা হলেন : ঢাকা ৯০ এফসি : সুজন-১, রজনী বর্মন, সুজন-২, দুলাল, বিপ্লব, মনি, খোকন দাস, উজ্জ্বল, জালাল, রিতু ও নকিব।
চাঁদপুর সোনালী অতীত ক্লাব_আমিন মোল্লা, ইউছুফ বকাউল, জসিম পাটওয়ারী, জাহাঙ্গীর পাটওয়ারী, জাহাঙ্গীর গাজী, জসিম (বাবুরহাট), গোলাম মোস্তফা বাবু, আনোয়ার হোসেন মানিক, ওয়াহিদুর রহমান লাবু, মহসীন পাটওয়ারী ও মিলন।