• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সুপার ওভার নিয়ে টম মুডির তিন পরামর্শ

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০২০, ১২:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আন্তর্জাতিক ক্রিকেটে সুপার ওভার এখন বেশ নিয়মিত ঘটনা। গত কয়েক মাসে বেশ কয়েকটি ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে। মূলত সুপার ওভারের নিয়ম যে দল মূল ম্যাচে পরে ব্যাট করে তারাই সুপার ওভারে আগে ব্যাট করে। যে কোনো ব্যাটসম্যান নামতে পারেন, বোলিং সাইডের হয়ে এই এক ওভার বল করে থাকেন কোনো এক নির্দিষ্ট বোলার।

 

গেল বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্বাদশ বিশ্বকাপের ফাইনাল গড়িয়েছিল সুপার ওভারে, সুপার ওভারেও দুই দলের স্কোর ছিল সমান। চলমান নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচ নিষ্পত্তি হয়েছে সুপার ওভারে।

 

 

প্রচলিত এই নিয়ম থেকে ভিন্ন নিয়ম প্রস্তাব করেছেন কোচ টম মুডি। নিজের টুইটার আইডিতে এক টুইট করে এই প্রস্তাব দেন টম মুডি। টুইটে তিনি লেখেন, ‘এতদিন সুপার ওভার যে নিয়মে হয়ে এসেছে তার থেকে ভিন্ন কিছু পরামর্শ আছে আমার।

 

১. সুপার ওভারের জন্য নতুন করে টস হবে।
২. বোলিং সাইডের জন্য ২ জন বোলারকে বাছাই করতে হবে।
৩. প্রতি বোলার ৩টি করে বল করবেন।’

 

এই টুইট করে আইসিসির দৃষ্টিও আকর্ষণ করেছেন মুডি।

সর্বাধিক পঠিত