• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সম্মানজনক স্কোরের চেষ্টায় আফগানিস্তান

প্রকাশ:  ০১ জুন ২০১৯, ২৩:৫৬
নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তানের পক্ষে হাফসেঞ্চুরিয়ান নাজিবুল্লাহ জাদরান।
প্রিন্ট

এশিয়ার দলগুলো যেন ইংলিশ কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়েই নিতে পারছে না। পাকিস্তান-শ্রীলঙ্কার ব্যর্থ সূচনার পর চ্যালেঞ্জের মুখে রয়েছে আফগানিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচের শুরুতেই চাপে পড়ে যায় দলটি। তবে সেই চাপ কাটিয়ে এখন সম্মানজনক স্কোরের চেষ্টায় রয়েছে দ্বিতীয়বারের মতো আইসিসি বিশ্বকাপে খেলা দলটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারের খেলা শেষে তাদের সংগ্রহ ৮ উইকেটে ১৬৬ রান।ব্রিস্টলে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে আফগানিস্তান। মাত্র ৫ রানের মধ্যে দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও হজরতুল্লাহ জাজাই ফিরে যান রানের খাতা খোলার আগে।

তৃতীয় উইকেটে রহমত শাহ ও হাসমতউল্লাহ শাহিদি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে ৫১ রান তোলার পর এই জুটিও ভেঙে যায়। তখন হাসমতউল্লাহ ফিরে যান ২১ রান করে। এরপর দলীয় ৭৫ রানে রহমত শাহ (৪৩) রান করে ফিরেন সাজঘরে। মোহাম্মদ নবীও আউট হয়ে যান এরপরই।ষষ্ঠ উইকেটে গুলবাদিন নায়েব ও নজিবুল্লাহ জাদরান প্রতিরোধের চেষ্টা করেন। দলীয় ১৬০ রানে গুলবাদিন নায়েব আউট হলে ৮৩ রানের জুটি ভাঙে। এরপরই ইনিংস সর্বোচ্চ ৫১ রান করে ফিরেন নাজিবুল্লাহ জাদরান। তাকে অনুসরণ করেন দাওলাত জাদরান। তাই ৬ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে দলটি আবার চাপে পড়েছে।

সর্বাধিক পঠিত