• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

গেইলের কাছে শোচনীয় হার পাকিস্তানের

প্রকাশ:  ০১ জুন ২০১৯, ১২:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বিশ^কাপ ক্রিকেট-২০১৯-এর ২য় ম্যাচে একচেটিয়া দাপট দেখালো একাধিকবারের বিশ^কাপ চ্যম্পিয়ন ওয়েস্টইন্ডিজ। ম্যাচের পুরো ওভার শেষ হওয়ার আগেই গেইলের ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেলো পাকিস্তান। ট্রেন্টব্রিজে ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে শতকের ঘরে আটকে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। আর পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে বিশ^কাপ ক্রিকেট-২০১৯ শুরু করলো জেসন হোল্ডারের দল। ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দাপুটে ফিফটি করেন ক্রিস গেইল। আর এশিয়ার দল পাকিস্তান বিশ^কাপের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের সাথে হার দিয়ে তাদের যাত্রা শুরু করলো।
গতকাল শুক্রবার বিশ^কাপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ১০৬ রানের লক্ষ্য নিয়ে ২১৮ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা।
মাঠে এমন দাপট দেখালো ওয়েস্ট ইন্ডিজের বোলাররা যেখানে বেশিরভাগ সময় রাজত্ব করে তাদের ব্যাটসম্যানরা। তবে কন্ডিশন থেকে সহায়তা পেলে যে ট্রেন্টব্রিজের ব্যাটিং স্বর্গেও ব্যাটসম্যানদের ভোগানো সম্ভব তা দেখালেন পেসাররা।  
টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের সামনে। শুরু থেকেই প্রকট হয়ে উঠে শর্ট বলে ব্যাটসম্যানদের দুর্বলতা। সেটা দারুণভাবে লাগিয়েছেন জেসন হোল্ডার, ওশান টমাস ও আন্দ্রে রাসেলরা।
তৃতীয় ওভারে ভাঙ্গে পাকিস্তানের উদ্বোধনী জুটি। শেলডন কটরেলের লেগ স্টাম্পের বাইরের বলে কিপারের গ্লাভসবন্দি হয়ে ফিরেন পাকিস্তানের ইমাম-উল-হক। আন্দ্রে রাসেলের বাউন্সার ফখর জামানের হেলমেটে লেগে স্টাম্পে আঘাত হানে।
১২ রানে একবার জীবন পাওয়া বারব আজম টানতে পারেননি পাকিস্তানকে বেশিক্ষণ। টিকেননি অধিনায়ক সরফরাজ। অনেকটা সময় ক্রিজে থাকা মোহাম্মদ হাফিজ ফিরেন ওশান টমাসের গতিময় বাউন্সারে।
একশর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়া দলকে তিন অঙ্কে নিয়ে যান ওয়াহাব রিয়াজ। তাকে বোল্ড করে পাকিস্তানকে ১০৫ রানে থামিয়ে দেন টমাস। বিশ^কাপে ক্যারিবিয়ানদের বিপক্ষে এটাই দেশটির সর্বনিম্ন স্কোর। বিশ^কাপে ক্রাইস্টচার্চে করা ১৬০ ছিল তাদের আগের সর্বনিম্ন স্কোর।
২৭ রানে ৪ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার টমাস। অধিনায়ক হোল্ডার ৩ উইকেট নেন ৪২ রানে।  
ক্রীড়াবোদ্দাদের মতে পাকিস্তানের সাথে ‘আনপ্রেডিক্টেবল’ শব্দের সখ্যতা বহু পুরানো। কিন্তু আজ বিশ^কাপের প্রথম ম্যাচে তারা এতটা আনপ্রেডিক্টেবল হয়ে উঠবে, তা বোধ হয় ভাবেননি পাকিস্তানের সবচেয়ে বড় সমালোচকগণও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লজ্জার পরাজয়ে বিশ^কাপ মিশন শুরু করেছে সরফরাজ আহমেদের দল।
সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান- ২১.৪ ওভারে ১০৫ (ইমাম ২, ফখর ২২, বাবর ২২, হারিস ৮, সরফরাজ ৮, হাফিজ ১৬, ওয়াসিম ১, শাদাব ০, হাসান ১, ওয়াহাব ১৮, আমির ৩*; কটরেল ৪-০-১৮-১, হোল্ডার ৫-০-৪২-৩, রাসেল ৩-১-৪-২, ব্র্যাথওয়েট ৪-০-১৪-০, টমাস ৫.৪-০-২৭-৪)
ওয়েস্ট ইন্ডিজ: ১৩.৪ ওভারে ১০৮/৩ (গেইল ৫০, হোপ ১১, ব্রাভো ০, পুরান ৩৪*, হেটমায়ার ৭*; আমির ৬-০-২৬-৩, হাসান ৪-০-৩৯-০, ওয়াহাব ৩.৪-১-৪০-০)