চাঁদপুর স্টেডিয়ামে প্রিমিয়ার ক্রিকেট লীগের শেষ ম্যাচে
উদয়ন ক্লাবকে হারিয়ে সুপার ফোরে প্রফেসরপাড়া ক্রীড়া চক্র
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ক্রিকেট লীগের শেষ ম্যাচে জয়লাভ করেছে প্রফেসরপাড়া ক্রীড়া চক্র। আর এ জয়ের ফলে তারা চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ক্রিকেট লীগের সুপার ফোরে উঠলো। খেলায় প্রফেসরপাড়া ক্রীড়া চক্র উদয়ন ক্লাবকে ৪২ রানে হারিয়ে সুপার ফোরে উঠে। তারা সুপার ফোরে খেলবে চাঁদপুর আবাহনী ক্রীড়া চক্রের সাথে। এ প্রিমিয়ার ক্রিকেট লীগের মিডিয়া স্পন্সর দৈনিক চাঁদপুর কণ্ঠ।
জেলা ক্রীড়া সংস্থা ও ক্রিকেট উপ-কমিটির ব্যবস্থাপনায় ৮ মে বুধবারের খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রফেসরপাড়া ক্রীড়া চক্র। তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১শ’ ৯৭ রান করে। ব্যাট হাতে দলের পক্ষে সাইফুল ইসলাম ৪৯ বলে ৬২ ও হুমায়ূন ৬৮ বলে ৪১ রান করে। বল হাতে উদয়ন ক্লাবের আনোয়ার ১০ ওভারে ৩৫ রানে ৩টি ও মাসুদ ১০ ওভারে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট নেয়।
উদয়ন ক্লাব ১শ’ ৯৮ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নেমে ৪০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ সোহাগ ৯৭ বলে ৬২ রান করেন। প্রফেসরপাড়া ক্রীড়া চক্রের পক্ষে বল হাতে হুমায়ূন ১০ ওভারে ১ মেডেনসহ ৩০ রানে ৬টি উইকেট নেয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় প্রফেসরপাড়ার অলরাউন্ডার হুমায়ূন।
দু দলে অংশ নেয়া ক্রিকেটাররা হলেন : প্রফেসরপাড়া ক্রীড়া চক্রের সাইফুল, সাখওয়াত, রনি, বাবু, জিসান, রাসেল, রকি, হুমায়ন, হাবিব, মামুন, সোহাগ, রাকিব, মোর্শেদ ও ফয়সাল।
উদয়ন ক্লাব : মিঠু, হৃদয়, লিজন, মাসুদ, সোহাগ, আল-আমিন, আনোয়ার, মুনাফ, ফাহাদ, আল-আমিন-২, সাদ্দাম, জাহিদ পাটওয়ারী ও মাহফুজ।