তামিম-মাহমুদুল্লাহদের র্যাঙ্কিংয়ে উন্নতি
নিউজিল্যান্ডের মাটিতে দলীয় সাফল্য আসছে না, তবে ব্যক্তিগতভাবে সফলতা পাচ্ছেন টাইগাররা। তিন ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচে হেরে ধবল ধোলাই হয়েছেন। তিন টেস্ট সিরিজের প্রথম টেস্টেও বড় পরাজয় স্বীকার করে মাঠ ছাড়েন টাইগাররা।
ওয়ানডে সিরজে একটি ও প্রথম টেস্টে তিনটি সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। শেষ ওয়ানডেতে সাব্বির রহমান সেঞ্চুরি করেছিলেন। আর প্রথম টেস্টের প্রথম ইনিংসে তামিম ও দ্বিতীয় ইনিংসে মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার দুর্দান্ত সেঞ্চুরি করেন।
এ কারণে আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এই তিন টাইগারের। নতুন র্যাঙ্কিংয়ে দেখা যায়, তামিমের অবস্থান ২৫, মাহমুদুল্লাহর ৪০ ও এই প্রথম টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি পাওয়া সৌম্য সরকার আছেন ৬৭ নম্বরে।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে তামিম ১২৬ রান করে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ৭৪ রান করে সাজঘরে ফেরেন। অল্পের জন্য পাননি সেঞ্চুরির দেখা। সৌম্যর ব্যাট থেকে আসে ক্যারিয়ার সেরা ১৪৯ রান, আর মাহমুদুল্লাহ করেন ১৪৬ রান।