• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কুমিল্লায় ৪৮তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি টেবিল টেনিসে বালিকা চ্যাম্পিয়ন ও বালক রানার্সআপ

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০১৯, ১০:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৪৮তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯-এ কুমিল্লা উপ-আঞ্চলিক পর্যায়ে টেবিল টেনিস প্রতিযোগিতায় বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি বালিকা একক ও দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন এবং বালক একক ইভেন্টে রানার্সআপ হয়। গত ১৫ জানুয়ারি মঙ্গলবার ২০১৯ কুমিল্লায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বালিকা একক ইভেন্টে মিলি আক্তার কুমিল্লা জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকা দ্বৈত ইভেন্টে নূরজাহান মিলা ও মিতু  আক্তার কুমিল্লা জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালক একক ইভেন্টে মোঃ হৃদয় মিজি ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের সাথে পরাজিত হয়ে রানার্সআপ হয়।
    আগামী ১৯ জানুয়ারি শনিবার মেয়েদের একক ও দ্বৈত ইভেন্টে আঞ্চলিক পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। টেবিল টেনিস চ্যাম্পিয়ন হওয়ায় একাডেমির পক্ষ থেকে গতকাল খেলোয়াড়দেকে সংবর্ধনা দেয়া হয়। টেবিল টেনিস চ্যাম্পিয়ন হওয়ায় একাডেমির প্রতিষ্ঠাতা মমিন উল্লাহ পাটোয়ারী বীর প্রতীক জানান, এই একাডেমিতে পড়াশুনার পাশাপাশি খেলাধুলাও সমানতালে এগিয়ে যাচ্ছে। আমি বিজয়ী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আশা করি তারা খেলাধুলার পাশাপাশি পড়ালেখায় একাডেমির সুনাম সর্বত্র ছড়িয়ে দিবে।

সর্বাধিক পঠিত