• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় মোহাম্মদ সালাহ

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০১৭, ১৭:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বিবিসি আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেছেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। ২০১৭ সালে লিভারপুল, রোমা ও নিজ জাতীয় দলের হয়ে অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতিস্বরুপ সালাহ মর্যাদাকর এই পুরস্কার জয় করেছেন। ২৫ বছর বয়সী এই তারকার একক কৃতিত্বে মিশর আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জনি করে।
 
এ ছাড়া ১৯৯০ সালের পরে প্রথমবারের মতো মিসরকে বিশ্বকাপের চূড়ান্তপর্বে নিয়ে যাবার পুরো কৃতিত্বই দেয়া হচ্ছে সালাহকে। লিভারপুলের হয়ে ১৩ গোল করে ইতোমধ্যেই প্রিমিয়ার লীগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন। লন্ডনে যাবার আগে ২০১৭ সালে সিরি-এ ক্লাব রোমার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় করেছেন ১০টি গোল।
 
ক্যারিয়ারে দারুণ এই স্বীকৃতির পরে বিবিসি স্পোর্টসকে সালাহ বলেছেন, ‘এই পুরস্কার অর্জন করতে পেরে আমি দারুণ খুশী। কিছু অর্জন করার অনুভূতিই ভিন্ন। আমার মনে হচ্ছে দারুণ একটি বছর কাটিয়ে এসেছি, এ কারণেই অনুভূতিটা সত্যিই আনন্দের।’
 
তৃতীয় মিসরীয় খেলোয়াড় হিসেবে সালাহ এই পুরস্কার অর্জন করলেন। ২০০৮ সালে সর্বশেষ মোহাম্মদ আবুত্রিকা মিশরের হয়ে বর্ষসেরা খেলোয়াড়ের খেতার জিতেছিলেন। এই পুরস্কার হয়ে সালাহ পিছনে ফেলেছেন বরুসিয়া ডর্টমুন্ডের গ্যাবনীজ তারকা স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াং, গিনির নেবি কেইটা, লিভারপুলের সেনেগাল সতীর্থ সাদিও মানে ও চেলসির নাইজেরিয়ান উইঙ্গার ভিক্টর মোসেসকে।

সূত্রঃ ইত্তেফাক

সর্বাধিক পঠিত