• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সদর উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা

প্রকাশ:  ০৬ জুলাই ২০২৪, ০৯:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।৫ জুলাই শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের আহ্বায়ক আজিজ খান বাদল।এসময় তিনি বলেন, কৃষকলীগকে গতিশীল করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আমরা বিচার বিবেচনা করে নতুন কমিটি দিবো।কারন আমরা চাই অন্য কমিটি গুলো যেভাবে আছে কৃষকলীগও যেন সেভাবে চাঙ্গা থাকে।আমরা এই সংগঠনটাকে বাচাতে চাই। হয়তো আমাদের নেতৃবৃন্দ বিগত দিনে কাজ করার পরিবেশ পায়নি।অচিরেই আমরা আমাদের সমস্যা গুলো চিহ্নিত করবো।যাতে আমরা আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করতে পারি।আর সংগঠনকে শক্তিশালী করলে ডা. দীপু মনি ও জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে।

তিনি আরো বলেন,  আগামী ১৩  তারিখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ চাঁদপুরে আসবেন।সবাই মিলে সেই প্রোগ্রামকে স্বার্থক করতে হবে। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সদস্য সচিব আব্দুল হান্নান সবুজ। চাঁদপুর সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মাওলানা হাসানের সভাপতিত্বে ও জেলা কৃষক লীগের সদস্য  জাহাঙ্গীর হোসেন বাদশার পরিচালনায় বক্তব্য রাখেন,জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার সিদ্দিকী,শাজাহান বেপারী,ইঞ্জিনিয়ার ফরহাদ । সভায় চাঁদপুর সদর উপজেলা কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত