• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই

প্রকাশ:  ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন বলেছেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস, কর্ণফুলী টানেলের কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে থাকুন এবং আমার প্রতি আস্থা রাখুন। আমি জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। তিনি শুক্রবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের তুলপাই, মালছোঁয়া, সেঙ্গুয়া ও পালাখাল এলাকায় পৃথক পৃথক গণসংযোগ শেষে তুলপাই বাজারে আয়োজিত পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় তাঁর সাথে ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার ও বাতেন সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম, আমিন উদ্দিন, লিটন মুন্সি, জাহাঙ্গীর আলম, জহিরুল আলম টগর, মোঃ আলমগীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি মফিজুর রহমান, শাহজাহান প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনির প্রধান, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ আজাদ, জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা আক্তার হোসেন, খোকন, আলাউদ্দিন, শরিফ পাটোয়ারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল হাসান রাশেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সুমনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক।