আইভী রহমান স্মরণে জেলা স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা
২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত বীর মুক্তিযোদ্ধা আইভী রহমান স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ আগস্ট মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাডঃ মোঃ হেলাল হোসাইন ও সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। তারা বলেন, তৎকালীন স্বাধীনতাবিরোধী বিএনপি জামায়াত জোট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দ্যেশ্যে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা চালায়। সেদিন ভাগ্যক্রমে জননেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও বাঁচতে পারেননি মহিলা আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ নেতাকর্মী। সেদিনের হামলায় যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনাপূর্বক আহতদের সুস্থতা কামনা করছি।
তারা বলেন, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করাই ছিল তাদের লক্ষ্য। কিন্তু তাদের সেই স্বপ্ন কোনো দিনই বাংলার মাটিতে পূরণ হবে না।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল ফালা জামে মসজিদের ইমাম মোঃ আল আমিন। এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ, মোঃ মাঈনুদ্দিন আরিফ সুমন, ফারুক হোসেন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক কামরুল আলম কাউছার, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর পিন্টু সাহা, দপ্তর সম্পাদক রণজিৎ সাহা মুন্না, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, শিক্ষা বিষয়ক সম্পাদক জামিল হায়দার, ধর্ম সম্পাদক মারুফ আনাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল মবিন জনি, উপআইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ খোরশেদ আলম শাওন, কৃষি সফিক গাজী, শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক জাকির হোসেন পাটওয়ারী, সদস্য ইফতেখার হারুন, শুভাশিষ ঘোষ শ্রী গুরু, হুমায়ুন হাওলাদার, বাতাস মিয়াজী, রাসেল আহমেদ, আশিকুর রহমান ভূঁইয়া কিরণ, হাবিব খান, ইমান গাজী, মোঃ নিশান, জুয়েল কান্তি দত্ত নন্দু, মাসুদ পাটওয়ারী, মহসীন পাটওয়ারী, মোশারফ পাটওয়ারী, আহম্মেদ মক্কী জাকারিয়া, মোঃ মেহেদী হাসানসহ অনেকে।