দেশব্যাপী বিএনপি-জামাত ও মৌলবাদীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে
যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনকালে সারাদেশব্যাপী বিএনপি-জামাত ও মৌলবাদীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে চাঁদপুর জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭ মার্চ বিকেল ৪টায় চাঁদপুর শহরের বড় স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের শপথ চত্বর এলাকায় অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশে চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়ার সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ঝন্টু দাস, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটোয়ারী, জেলা যুবলীগের সদস্য অরূপ কর্মকার, সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ভূঁইয়া প্রমুখ।
সামাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী মুক্তিকামী মানুষ যখন ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করছে এবং বিশেষ করে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদ্যাপন করছে, তখন সারাদেশব্যাপী মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি বিএনপি-জামাত ও মৌলবাদীরা একত্র হয়ে নৈরাজ্য সৃষ্টি করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি হুঁশিয়ার করে দিচ্ছি, আবারো নৈরাজ্য সৃষ্টি করলে আমরা ছেড়ে দিব না। যুবলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীরা মাঠে থেকে তাদের প্রতিহত করবে।