জাফর ইকবাল মুন্না কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন চাঁদপুরের কৃতী সন্তান জাফর ইকবাল মুন্না। দীর্ঘ সময় যাবত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়সহ চাঁদপুর জেলা ও শহর কমিটির বিভিন্ন পদে দায়িত্বে থাকা জাফর ইকবাল মুন্না কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য হওয়ায় চাঁদপুরে তার দলীয় সহযোদ্ধারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
জাফর ইকবাল মুন্না সুবেদার (অবঃ) মরহুম আব্দুর রবের পুত্র। যিনি মুক্তিযুদ্ধকালীন চাঁদপুরের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক ছিলেন। তিনি চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা কমান্ডার ছিলেন। জাফর ইকবাল মুন্না ইতিপূর্বে যেসব পদে ছিলেন সেগুলো হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য (লিয়াকত-বাবু), চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (৪বার), চাঁদপুর শহর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এবং ঢাকা কটন মিলস্ উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি। এছাড়া তিনি চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে কমনরুম সম্পাদক পদে নির্বাচন করেন। তিনি চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর জেলার সভাপতির দায়িত্বে আছেন। ৯০'-এর গণআন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে জাফর ইকবাল মুন্নার সক্রিয় অংশগ্রহণ এবং অনেক হামলা-মামলার শিকারও হয়েছেন।