• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরের শাহীন পাটোয়ারী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত

প্রকাশ:  ১৫ নভেম্বর ২০২০, ০৯:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের কৃতী সন্তান, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম শাহীন পাটোয়ারী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন।


গতকাল ১৪ নভেম্বর শনিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কমিটিতে তিনি উক্ত পদে নির্বাচিত হয়েছেন। তিনি এর পূর্বেও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ছিলেন।

জনাব সাইফুল ইসলাম শাহীন পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নের কৃতী সন্তান। তাঁর পিতা মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি উক্ত ইউনিয়নের নির্বাচিত মেম্বার ছিলেন। শাহীন পাটোয়ারী কল্যাণপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি তৃণমূল থেকে রাজনীতি শুরু করে এখন কেন্দ্রীয় পর্যায়ের রাজনীতি করছেন।