• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শফিকুর রহমান এমপির বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন চেয়ারম্যান নাজিম দেওয়ান

প্রকাশ:  ২০ এপ্রিল ২০২০, ১২:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা এবং কল্যাণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারীর বিরুদ্ধে পত্রিকায় প্রকাশিত কলামে মিথ্যা ও ভিত্তিহীন কথা উল্লেখ করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি বলেন, স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি আমার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এবং এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যে জঘন্য মিথ্যাচার করেছেন, তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে কীভাবে এমন ভিত্তিহীন কথা তার কলামে লিখতে পারেন তাতে আমি বিস্মিত। তিনি যেই দলের সংসদ সদস্য, আমিও সেই দলের উপজেলা পরিষদ চেয়ারম্যান। এতে আমি খুবই লজ্জিত। আমি আশা করবো ভবিষ্যতে তিনি কারো ব্যাপারে কোনো মন্তব্য করতে আরো দায়িত্বশীল ভূমিকা রাখবেন।


গতকাল রোববার অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদের জরুরি আইনশৃঙ্খলা সভায় বক্তব্য প্রদানকালে নাজিম দেওয়ান এই নিন্দা ও প্রতিবাদ জানান।