• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়া উপজেলা ছাত্রলীগের প্রতিবাদ মিছিল অব্যাহত

প্রকাশ:  ০৭ মার্চ ২০২০, ১৩:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে তৃতীয় দিনের মত প্রতিবাদ মিছিল অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার কাদলা, বিতারা, কড়ইয়া, আশ্রাফপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে পৃথক পৃথক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপিকে অবহিত না করে চাঁদপুর জেলা ছাত্রলীগ নিজেদের ইচ্ছেমতো আহ্বায়ক কমিটি ঘোষণা করায় ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে এ প্রতিবাদ মিছিল করা হয়। বিকেলে উপজেলার কাদলা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে গুলবাহার থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে কচুয়া-কাশিমপুর সড়কে প্রতিবাদ সমাবেশ করে। মিছিল শেষে গুলবাহার বাজারে কাদলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলামের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক আল আমিনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি নাছিরউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শাকিল হোসেন, সাবেক সভাপতি ফয়সাল প্রধান, সাবেক সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন সজীব, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন, শাহদাত হোসেন, ইউনিয়ন যুুুুুুুুুুুুুুুুুুুুুুুুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদখান, যুগ্ম আহ্বায়ক গাজী মনির প্রমুখ।
বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ, বিভিন্ন ইউনিয়ন এর  সভাপতি ও সম্পাদকসহ বিপুল সংখ্যক ছাত্রলীগ কর্মী সমর্থক প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে।
একই দিনে বিতারা ইউনিয়নের মাঝিগাছা,আশ্রাফপুর ইউনিয়নের আশ্রাফপুর বাজার, কড়ইয়া ইউনিয়নের সাদিপুরা চাঁদপুর এলাকায় ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে পৃথক পৃথক প্রতিবাদ মিছিল বের করা হয়।