• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাইমচর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ১ম মাসিক উন্নয়ন সভা

ডাঃ দীপু মনির সহযোগিতা নিয়ে হাইমচরকে আধুনিক করবো : নূর হোসেন পাটওয়ারী

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 হাইমচরে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগমের ১ম মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের আগামী ৫ বছরের জন্যে কার্যক্রম শুরু হলো।
গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ২য় বারের নির্বাচিত চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। তিনি বলেন, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে বলেই আমরা আজ এ আসনে বসতে পেরেছি। আমরা নির্বাচনকালীন হাইমচরবাসীকে অনেক প্রতিশ্রুতি দিয়েছি। আমাদের এ প্রতিশ্রুতি রক্ষায় উপজেলার সকল বিভাগের কর্মকর্তাসহ সকলের সহযোগিতা কামনা করছি। আমরা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ মিলে হাইমচরকে আরো সামনের দিকে এগিয়ে নিতে চাই। ডাঃ দীপু মনির সহযোগিতা নিয়ে আমরা হাইমচরকে একটি আধুনিক হাইমচরে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, শাহনাজ বেগম, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম খান, নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির আইসি আব্দুল জলিল, সাবেক ভাইস চেয়ারম্যান এসএম কবির, হাইমচর স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ বেলায়েত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন প্রধানীয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ মাস্টার, হাইমচর বিদ্যুৎ অফিসের ইনচার্জ শহীদুল ইসলাম, ১নং গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, হাইমচর ইউপি চেয়ারম্যান শাহাদাত সরকার, হাইমচর প্রেসক্লাব সভাপতি খুরশিদ আলম প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।