• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ডাঃ দীপু মনি আমাদের জন্যে অনেক গর্বের : অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল

প্রকাশ:  ২৭ ডিসেম্বর ২০১৯, ১৩:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল বলেছেন, পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট বিনিয়োগ হলো শিক্ষা খাত। কারণ, এখানে বিনিয়োগ করে কখনোই লোকসান হয় না। বর্তমানে রাষ্ট্রও শিক্ষাখাতে ব্যাপক বিনিয়োগ করছে। তিনি বলেন, বর্তমান শিক্ষাবান্ধব সরকারের সফল শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি চাঁদপুরের কৃতী সন্তান। এটি আমাদের জন্যে অনেক গর্বের বিষয়। তাঁর প্রচেষ্টায় চাঁদপুরে ৩২৪টি নতুন প্রাথমিক বিদ্যালয় ও ৫৩টি মহাবিদ্যালয়ের নতুন ভবনসহ শিক্ষাখাতে অনেক উন্নয়ন হয়েছে।
তিনি গতকাল ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী চান্দ্রাবাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছরপূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবিলি পুনর্মিলনী উৎসবের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন
বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, বিদ্যালয়ের ৭৩ ব্যাচের প্রাক্তন ছাত্র ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু পাটওয়ারী বীর প্রতীক, ১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মিয়াজী প্রমুখ।
প্রাক্তন ছাত্র ফাহিমুল ইসলাম শশীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন, ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম পাটওয়ারী, প্লাটিনাম পুনর্মিলনী উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক কামরুল হাসান লিটন, সদস্য সচিব আনোয়ার হোসেন খান, প্রধান সমন্বয়কারী শাহাবুদ্দিন পাটওয়ারী স্বপনসহ স্কুল ম্যানেজিং কমিটির  সদস্যবৃন্দ, শিক্ষকম-লী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ।
ছবি-০১
মতলবে শিশুর লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা ॥ আটকৃতদের জেলহাজতে প্রেরণ
রেদওয়ান আহমেদ জাকির ॥ মতলবে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধারের ঘটনায় শিশুটির জেঠা নজরুল ইসলাম বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় গত ২৫ ডিসেম্বর বুধবার রাতে চারজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় গতকাল ২৬ ডিসেম্বর আটককৃত শিশুটির সৎ দাদী জাহেদা বেগম (৪০) ও সৎ ফুফু লাকী আক্তার (২৫)কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার উত্তর নায়েরগাঁও ইউনিয়নের নাউজান গ্রামের ফজলুল ডাক্তারবাড়ির কামরুল ইসলামের ছেলে তাওহিদুল ইসলাম (২ বছর ৪ মাস)কে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টদের যোগসূত্রতা পাওয়ায় আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি দু আসামী হলো শিশুটির চাচা নূরে আলম (২৭) ও জানে আলম (২২)। তারা চারজনই ওই শিশুটির চাচা, দাদী ও ফুফু সম্পর্ক। গতকাল বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, চারজনের বিরুদ্ধে শিশুটির জেঠা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। এদের মধ্যে আটককৃত দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।