আওয়ামী লীগের নতুন কমিটিতে সম্পাদক পদে চাঁদপুরের ৩ নেতা
যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি, আইনবিষয়ক সম্পাদক অ্যাডঃ কাজী নজিবুল্লাহ হিরু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী
বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ৮১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। শেখ হাসিনাকে নবমবারের মতো দলের সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত করা হয়েছে। আর দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল কাদের। গতকাল ২১ ডিসেম্বর শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত সম্মেলনে দ্বিতীয় ও শেষ অধিবেশনে কমিটির কিছু সদস্যের নাম ঘোষণা করেন সভাপতি।
এবার ঘোষিত নতুন কমিটিতে চাঁদপুরের ৩ নেতা সম্পাদক পদ পেয়েছেন। তাঁরা হলেন : যুগ্ম সাধারণ সম্পাদক পদে (পুনঃনির্বাচিত) ডাঃ দীপু মনি, আইনবিষয়ক সম্পাদক পদে অ্যাডঃ নজিবুল্লাহ হিরু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে (পুনঃনির্বাচিত) সুজিত রায় নন্দী। আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন গতকাল শনিবার কাউন্সিল অধিবেশনের শেষ পর্বে সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, এ তিন নেতাই চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের নতুন কমিটির ওপরই আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং পরের বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের কর্মসূচি সফলভাবে শেষ করার ভর থাকছে।