• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিলে চাঁদপুর থেকে কয়েকশ’ কাউন্সিলর-ডেলিগেট ও নেতা-কর্মীর যোগদান

প্রকাশ:  ২১ ডিসেম্বর ২০১৯, ১৩:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে চাঁদপুর থেকে কয়েকশ’ কাউন্সিলর-ডেলিগেট ও নেতা-কর্মী যোগদান করেছেন।
শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ১০টায় কাউন্সল অধিবেশনের মাধ্যমে আগামী তিনবছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র নাছির উদ্দিন এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলালের নেতৃত্বে চাঁদপুর থেকে কাউন্সিলর-ডেলিগেট ও নেতা-কর্মীরা দলের জাতীয় এ সম্মেলনে সমবেত হন।
সম্মেলন সফল করার জন্যে শুক্রবার সকাল থেকে চাঁদপুরের আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী ঢাকার রাজপথে মিছিল করে সম্মেলন স্থলে উপস্থিত হয় বলে জেলা আওয়ামী লীগ সদস্য মুক্তিযোদ্ধা রফিকুল্লাহ জানান। এ সময় বঙ্গবন্ধু ও শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিসহ জেলার অন্যান্য এমপি এবং নেতাদের নামে শ্লোগান হয়।
চাঁদপুরের নেতা-কর্মীরা ঢাকায় উপস্থিত হলে কেন্দ্রীয় নেতা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, ড. মহীউদ্দীন খান আলমগীর, মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি, সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগ সদস্য জাকিয়া সুলতানা শেফালীসহ নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন।
জাতীয় সম্মেলন ও কাউন্সিলকে সামনে রেখে সারাদেশের মতো চাঁদপুরেও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। ‘চলো চলো ঢাকা চলো’ মন্ত্রে দলবেঁধে এখন ঢাকামুখী নেতাকর্মীরা।
এদিকে, কাউন্সিলর-ডেলিগেট নন এমন কিছু নেতা-কর্মী জানান, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল আমাদের জন্য ঈদের মতো উৎসবের। সারাদেশের নেতা-কর্মীদের সাথে দেখা-সাক্ষাতের সুযোগ। এটি আওয়ামী পরিবারের মিলনমেলা। তাই আমরা ঢাকা যাচ্ছি।

সর্বাধিক পঠিত