রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি অনুমোদন
সভাপতি হযরত আলী সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেপারী
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ১০:০৯
নিজস্ব প্রতিবেদক


চাঁদপুর সদর উপজেলাধীন ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। নতুন অনুমোদিত এ কমিটির সভাপতি হচ্ছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী এবং সাধারণ সম্পাদক হচ্ছেন মোঃ আলাউদ্দিন বেপারী। চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান চাঁদপুর কণ্ঠকে এ তথ্য জানান। তিনি জানান, গত ১০ নভেম্বর প্রাকৃতিক দুর্যোগের মাঝেও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হয়। পরবর্তীতে কমিটি গঠন করা হয়। তিনি আরো জানান, পূর্ণাঙ্গ কমিটি সহসা গঠন করা হবে।