চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের পরিচিতি সভা
রাজনীতির বাস্তবতা মেনে নিয়ে রাজনৈতিক কৌশল অবলম্বন করতে হবে: অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল


চাঁদপুর পৌর ছাত্রলীগের নেতৃত্বাধীন পৌর ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বাবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি তাঁর বক্তব্যে বলেন, রাজনীতির বাস্তবতা মেনে নিয়ে রাজনৈতিক কৌশল অবলম্বন করতে হবে। তিনি বলেন, ছাত্রলীগের দ্বারা জাতির সাথে বেঈমানী করা সম্ভব নয়। এ ওয়ার্ডে যারা ছাত্রলীগের কমিটিতে নতুন যুক্ত হয়েছেন তারা কিন্তু এখনও নেতা হননি, তবে নেতা হওয়ার সুযোগ তৈরি হয়েছে। তাই আপনাদেরকে ছাত্রলীগের আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ মোতালেব। আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ হাওলাদার, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মিয়াজী, পৌর ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সোহেল রানা ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক পাটোয়ারী প্রমুখ।
পৌর ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহিব হাসান তুষারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে ১৪নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ কাদের মিয়া, শহর যুবলীগ সদস্য ও ১৫নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডঃ কবির হোসেন চৌধুরী, ১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম সোহেল, ১৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইঞ্জিঃ মোঃ রমজান আলী মৃধা ও সাধারণ সম্পাদক মাসুদ পাটোয়ারী, ১৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আবুল কাসেম গাজী, ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর মিন্টু মোল্লা ও বর্তমান সভাপতি হাবিবুর রহমান সজীব, ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের নেতা-কর্মীসহ মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।