চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভায় মেয়র নাছির উদ্দিন আহম্মেদ
সকলের সাথে আলোচনা করে ত্যাগীদের মূল্যায়ন করা হবে


চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহম্মেদ বলেন, রাজনীতি করতে হলে উদার মন মানসিকতা থাকতে হবে। রাজনীতি হতে হবে দেশসেবার, রাজনীতি হতে হবে জনকল্যাণমুখী। আর আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে ত্যাগের রাজনীতি। যারা নতুন তাদেরকে আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য জানতে হবে।
তিনি বলেন, আমাদের কেন্দ্রীয় সম্মেলনের আগে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন করতে হবে। এখানে সকলের সাথে আলোচনা করে ত্যাগীদের মূল্যায়ন করা হবে। আমাদের অনেক যোগ্য লোক রয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ী একজনকে সভাপতি ও একজনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করতে হবে। আমি আশা করি দলের স্বার্থে সবাই কমিটি গঠনে সহযোগিতা করবেন। চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহছান উল্লাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদস্য রফিক উল্লাহ, মধু পোদ্দার, মজিবুর রহমান মাইজা ও আমির হোসেন বাপ্পী। সভায় ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন শহর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া।