• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভায় মেয়র আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন আহম্মেদ

নতুন কমিটিতে যেনো কোনো অনুপ্রবেশকারী সুযোগ না পায়

প্রকাশ:  ০১ নভেম্বর ২০১৯, ১২:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহম্মেদ বলেছেন, তৃণমূল পর্যায়ের নেতা-কমীরা হচ্ছে আমাদের দলের প্রাণ, আমাদের দলের মূল শক্তি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া এদেশের তৃণমূলের উন্নয়নের কথা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেয়ার দায়িত্ব আপনাদের।
তিনি বলেন, এদেশের স্বাধীনতা আন্দোলন, জনগণের অধিকার আদায় এবং দেশের উন্নয়ন এগুলো আওয়ামী লীগের অর্জন। এ অর্জনকে অক্ষুণœ রাখতে হবে। এ অর্জন অক্ষুণœ রাখার দায়িত্ব আমাদের সকলের। তাই আসুন সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্যে কাজ করি।
তিনি আরো বলেন,  প্রধানমন্ত্রী ও  জননেত্রী শেখ হাসিনা দলকে ঢেলে সাজানোর লক্ষ্যে সারাদেশে কেন্দ্রীয় সম্মেলনের পূর্বে দেশের প্রতিটি ইউনিটের সম্মেলন করার জন্যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার আলোকে আমরা কাজ করছি।
তিনি বলেন, চাঁদপুর জেলার প্রতিটি ইউনিটের সম্মেলন করার মাধ্যমে আগামী দিনের নেতা সৃষ্টি করা হবে। চাঁদপুর পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি সম্মেলনের মাধ্যমে করা হবে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ড সম্মেলন করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তবে আপনারা খেয়াল রাখবেন, নতুন এ কমিটিতে যেনো কোনো অনুপ্রবেশকারী সুযোগ না পায়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহম্মেদ গতকাল ৩১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে ও কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর ভূঁইয়ার পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সহ-সভাপতি ইঞ্জিঃ আঃ রব ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন (এসডু) পাটোয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ভূঁইয়া, সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মোঃ নাজমুল পাটোয়ারী। ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন নূরুল ইসলাম ভূঁইয়া, মোঃ মিজান গাজী, দেলোয়ার হোসেন তালুকদার।
মতবিনিময় সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আবুল হোসেন ও সদস্য সচিব মোঃ সাখাওয়াত হোসেন মানিক পাটোয়ারী।