• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা মহিলা আওয়ামীলীগের বর্ধিত সভায় মেয়র নাছির উদ্দিন আহমেদ

ষড়যন্ত্র মোকাবেলায় মহিলা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ ও সক্রিয় হতে হবে

প্রকাশ:  ৩১ অক্টোবর ২০১৯, ০৯:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে  জেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা অধ্যাপিকা মাসুদা নুর খানের সভাপ্রধানে এবং মহিলা আওয়ামী লীগের নেত্রী ও উপাধ্যক্ষ আফরোজা খাতুন মেরীর উপস্থাপনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহম্মেদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী,  শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল ও প্রচার সম্পাদক আবু নাছের বাচ্চু পাটোয়ারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মহিলা কাউন্সিলর শাহনাজ আলমগীর, খাদিজা ফোরকান, আয়শা রহমান, সাবেক কাউন্সিলর খালেদা রহমান, শিপ্রা দাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাহিদা বেগম, হাইমচর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লায়লা অনজুমান, ফরিদগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অ্যাডঃ নাজমুন নাহার অনি, হাজীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি, শাহরাস্তি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহানারা ইমাম, ভাইস চেয়ারম্যান কামরুন নাহার, মতলব উত্তর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মতলব দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আক্তার, কচুয়া উপজেলা  পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা শহীদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দিন আহম্মেদ বলেন, আমরা চাঁদপুরবাসী গর্ব করে বলতে পারি এদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও নারী শিক্ষামন্ত্রী চাঁদপুর হাইমচরবাসীর আশার আলো, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি।
দলকে  আরো সুসংগঠিত করতে মহিলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের আরো সক্রিয় হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি মহিলা আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গ্রামের তৃণমুল পর্যায়ের সকল ঘরে ঘরে গিয়ে সরকারের সফলতার কথা এবং শেখ হাসিনার সালাম পৌঁছে দেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদেরকে জিয়াউর রহমান আশ্রয় দিয়েছে। আর খালেদা জিয়া মন্ত্রী বানিয়েছে। সাম্প্রদায়িক শক্তি তারা বৃদ্ধি করেছে। এখনো সেই  ষড়যন্ত্র চলছে, এগুলোকে মোকাবেলা করতে মহিলা আওয়ামী লীগের কাজ করতে হবে।
উল্লেখ্য, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের এই প্রথম কোনো সভা দীর্ঘ সময়ব্যাপী অর্থাৎ বিকেল পর্যন্ত চলে।