তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীর গণসংযোগ ও মতবিনিময় সভা
চাঁদপুর পৌরসভার আসন্ন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী ৬নং ওয়ার্ডস্থ কয়লাঘাট এলাকায় পৌরবাসীর সাথে গণসংযোগ ও মতবিনিময় করেছেন। আবুল কালামের সভাপতিত্বে উক্ত সভায় এসডু পাটোয়ারী বলেন, চাঁদপুর পৌরসভার আসন্ন নির্বাচনে দল থেকে আমাকে মনোনয়ন দিলে আমি মেয়র পদে নির্বাচন করবো। সেজন্যে আপনাদের কাছে দোয়া নিতে এসেছি। আপনাদের দোয়া আমি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির কাছে পৌঁছে দিবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি চাঁদপুরে ব্যাপক উন্নয়ন করেছেন। তবে সে অনুযায়ী চাঁদপুর পৌরসভায় তেমন একটা উন্নয়ন হয়নি। দল থেকে যদি আমাকে মনোনয়ন দেয়া হয় তাহলে আমি চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন করবো। অবহেলিত ৬নং ওয়ার্ড পৌরসভা থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। আমি প্রতিটি ওয়ার্ডকে সমানভাবে মূল্যায়ন করবো। সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল পাটোয়ারী, সাবেক সহ-সভাপতি শেখ মোহাম্মদ মহসিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ভূঁইয়া, কাঠ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ মোহাম্মদ আলমগীর, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কেএম মাসুদ, সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান টিপু, যুবলীগ নেতা তৌহিদুর ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেত্রী পারুল বেগম, মোক্তার বেপারী, আবুল মিজি প্রমুখ।