চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভা
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মেদ বলেছেন, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা হচ্ছে আমাদের দলের প্রাণ, আপনারাই আমাদের দলের মূল শক্তি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া এ দেশের তৃণমূলের উন্নয়নের কথা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেয়ার দায়িত্ব আপনাদের।
তিনি বলেন, দল রাষ্ট্রীয় ক্ষমতায়, তাই দলের নেতা-কর্মী হিসেবে আপনাদের চাহিদা বা পাওয়া না পাওয়ার বিষয় নিয়ে অভিমান করে বসে থাকলে চলবে না। দলের পরিচয় বহন করলে এ দলের জন্যে কাজ করতে হবে। তাই জননেত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় সম্মেলনের পূর্বে সারাদেশের প্রতিটি ইউনিটের সম্মেলন করার জন্যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার আলোকে আমরা কাজ করছি।
তিনি বলেন, চাঁদপুর জেলার প্রতিটি ইউনিটের সম্মেলন করার মাধ্যমে আগামী দিনের নেতা সৃষ্টি করা হবে। শুধু তাই নয়, এ ধারাবাহিকতায় চাঁদপুর পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগের কমিটি সম্মেলনের মাধ্যমে করা হবে। এজন্যে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আপনারা খেয়াল রাখবেন, নতুন এ কমিটিতে যেনো কোনো অনুপ্রবেশকারী সুযোগ না পায়।
তিনি গতকাল ২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সকল ওয়ার্ডের সাথে সম্মেলনপূর্ব মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
চাঁদপুর শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বাবুলের পরিচালনায় মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু ও শহীদুল্লাহ মাস্টার।
মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি যুবরাজ। পূর্ণাঙ্গ ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিকে পরিচয় করিয়ে দেন উক্ত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন গাজী।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ রশিদ সরদার, ইঞ্জিঃ আঃ রব, সন্তোষ দাস, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মোঃ মজিবুর রহমান ভূঁইয়া, শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী প্রমুখ।