• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বঙ্গবন্ধু জাতিকে সুখি-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়েছেন : অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান

প্রকাশ:  ৩০ অক্টোবর ২০১৯, ১০:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলার বাসারা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। এ সময় তিনি বলেন, বাংলার স্বাধীনতার অগ্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে কতটুকু ভালোবাসতেন তা কোটি পাতার পুস্তকে লিখে বা হাজার বছর বক্তব্য দিয়েও এর বর্ণনা শেষ করা যাবে না। তিনি এই দেশ ও দেশের মানুষের জন্যে নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন বাংলাদেশের জন্যই তাঁর সৃষ্টি। বঙ্গবন্ধু কেবল আমাদের স্বাধীনতাই এনে দেননি, তিনি এই জাতিকে সুখি-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়েছেন। আজ তাঁরই যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সেই স্বপ্ন বাস্তবায়নে শতভাগ সাফল্যের পথে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ বিশ্বের সাথে তালমিলিয়ে এগিয়ে যাচ্ছে। কেউ কল্পনাও করতে পারেনি এক সাথে প্রায় ৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিও হবে। যে দেশে এক সময় শিক্ষার্থীরা বইয়ের অভাবে পড়াশোনা করতে পারতো না, আজকে সে দেশে বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন বই পাচ্ছে। বছরের প্রথম দিন থেকে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিশিক্ষা শুরু হচ্ছে। এই চিন্তা অতীতে কোনো সরকার করেনি বলে আমরা তখন উন্নত বিশ্বের কাছে অনেক পেছনের জাতি হিসেবে পরিচিত ছিলাম। আজ বিশ্ববাসী বাংলাদেশ ও শেখ হাসিনাকে নিয়ে অবাক ও বিস্মিত।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যে শিক্ষার্থীর হৃদয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা রয়েছে সে অবশ্যই সমৃদ্ধশালী নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোঃ মহিউদ্দীন খোকার সভাপ্রধানে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সহিদ উল্যা তপদার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওঃ শারাফাত, সাবেক চেয়ারম্যান আব্দুল হক মিয়াজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু, প্রধান শিক্ষক, যাদব কৃষ্ণ, সাবেক সভাপতি, নজরুল ইসলাম, সহ-সভাপতি জসিম উদ্দীন মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হোসেন, আওয়ামী লীগ নেতা, হোসেন সর্দর, জাকির হোসেন, যুবলীগ নেতা সফিকুর রহমান, রাশেদ, আশিক, সোহাগ প্রমুখ।