• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব : অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান

প্রকাশ:  ২৯ অক্টোবর ২০১৯, ১৩:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল সোমবার বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া হোসনে আরা বেগম আদর্শ বালিকা বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সফিকুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি বলেন, জেএসসি পরীক্ষা আমাদের শিক্ষার্থীদের জন্যে ভবিষ্যতে নিজেকে পরিপূর্ণভাবে প্রস্তুত করার প্রথম ধাপ। এ ধাপে যদি শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা প্রমাণে ব্যর্থ হয়, তাহলে কিছুটা হলেও পিছিয়ে পড়বে। এক্ষেত্রে ভাল ফলাফল অর্জনের জন্যে শিক্ষার্থীদের সাথে সাথে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। তাই আমি বলবো, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। আমরা চাই ফরিদগঞ্জ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এভাবে  শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত হোক। তিনি বলেন, সরকার নতুন যে প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করেছে, সেখানে মানসম্পন্ন শিক্ষাই বেশি গুরুত্ব পেয়েছে। আশা করছি কেরোয়ার এই বিদ্যালয়টি তাদের শিক্ষার মান বজায় রেখে সামনে এগিয়ে যাবে। তোফায়েল আহাম্মদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন মিজি, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আকবর হোসনে মনির, পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন সোহেল, সাবেক কাউন্সিলর শাহজালাল, বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম প্রমুখ।
এর পূর্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক কুমার রাউত। আলোচনা শেষে পরীক্ষার্থীদের জন্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।