মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের সমাবেশ অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি
নারীদের বাদ দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব নয়
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল বলেছেন, নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পৌঁছাতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেক্ষেত্রে নারীকে বাদ দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব নয়। আওয়ামী লীগের উন্নয়ন ও তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে মহিলা আওয়ামী লীগের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তাই মহিলা আওয়ামী লীগকে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা পর্যায়ে সুসংগঠিতভাবে গড়ে তুলতে হবে। সংগঠনের কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা নারীদের ভাগ্যোন্নয়নে আজ সারাদেশে কাজ করছেন। কাজের এ ধারাবাহিকতার ফসল হচ্ছে জনগণের ভোটে জননেত্রী শেখ হাসিনা বাংলার চারবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আজকের এ সভা থেকে আমরা সকলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্যে দোয়া করছি।
তিনি আরো বলেন, অচিরেই উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে মহিলা আওয়ামী লীগের কর্মীদের সেলাই মেশিন প্রদান করা হবে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সকল সুযোগ-সুবিধার আওতায় মহিলাদের পর্যায়ক্রমে আনা হবে।
গতকাল ১ সেপ্টেম্বর মতলব সূর্যমুখী মেলা মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনুর সভাপ্রধানে ও কাউন্সিলর দিনারা আক্তার বিপ্লবী এবং ইউপি সদস্য রেহানা আক্তারের যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন মবিন সুজন, মহিলা আওয়ামী লীগ নেত্রী শিক্ষিকা নূরুন্নাহার বকুল, মুন্নী আক্তার, কাউন্সিলর জোহরা আক্তার, মুক্তা আক্তার প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ মোরশেদুল আলম সিরাজী ও গীতা পাঠ করেন যুথিষ্ঠী শীল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম আলেক, সদস্য ফারুক আহম্মেদ বাদল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সরকার প্রমুখ। আলোচনা সভার পূর্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।