চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড ছাত্রলীগের পরিচিতি সভা
সবার আগে ছাত্রত্ব, তারপর ছাত্র রাজনীতি : অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল
চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ড ছাত্রলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ডিএন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি তাঁর বক্তব্য বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করেন। তিনি বলেন, ১৯৭৫ সালে জাতির পিতাসহ সপরিবারে হত্যার সময় নিষ্পাপ ছোট্ট শিশু রাসেলকেও হত্যা করে ঘাতকরা। আজকে তিনি থাকলে আমরাও তাঁর নেতৃত্ব পেতাম।
ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে জিল্লুর রহমান জুয়েল বলেন, সবার আগে ছাত্রত্ব, তারপর ছাত্র রাজনীতি। আপনারা ছাত্রনেতা হয়েছেন, কিন্তু পড়াশোনা থাকবে না এটা কিন্তু হবে না। ছাত্র রাজনীতি মানে কোন্ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। রাজনীতি মানে ১০ জন লোককে সুসংগঠিত করা। আর সেই হবেন ছাত্রনেতা যাকে সমাজের মানুষ গ্রহণ করে নেয়। যারা ছাত্রলীগের রাজনীতি করবে তাদের বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়তে হবে।
তিনি আরো বলেন, সারাদেশের ছাত্রলীগ যেমন শেখ হাসিনার ভ্যানগার্ড, তেমনি চাঁদপুরের ছাত্রলীগ ডাঃ দীপু মনি আপার ভ্যানগার্ড। তাঁদের আদর্শ নিয়ে ছাত্র রাজনীতি করতে হবে।
১০নং ওয়ার্ড ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ ওয়ার্ডে আপনাদের দায়িত্ব হবে পুরো এলাকাকে মাদকমুক্ত করা। সকলকে মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকমুক্ত কমিটি করতে হবে। ছাত্রলীগ নিজেদের ঘর থেকে শুদ্ধি অভিযান চালাবে এবং সমাজে ভালো কাজে নেতৃত্ব দেবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ মোতালেব। আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি আতাউর রহমান পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মিয়াজী, পৌর ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সোহেল রানা ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
পৌর ১০নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আশেকে রাসূল জাওয়াদের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক ফয়সাল পাটওয়ারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন শহর যুবলীগ সদস্য ও চাঁদপুর পৌরসভা নির্বাচনে ১৫নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডঃ কবির হোসেন চৌধুরী, ১২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম সোহেল, ১০নং ওয়ার্ড যুবলীগ সভাপতি শোভন চৌধুরী, ১৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ইঞ্জিঃ মোঃ রমজান আলী মৃধা ও সাধারণ সম্পাদক মাসুদ পাটোয়ারী, ১৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আবুল কাসেম গাজী, চাঁদপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল গাজী, দপ্তর সম্পাদক তানজীর রেজা রনি এবং মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।