• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আওয়ামী লীগ অফিসের সামনে এরা কারা?

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০১৯, ১৪:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গত শনিবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে দশটায় শুরু হয়ে একটানা বিকেল পৌনে চারটা পর্যন্ত চলে এ সভা। সভা চলাকালে দুপুরের দিকে দেখা গেলো ২০-২৫ জনের একটি কিশোর গ্রুপ একসাথে দলবেঁধে পূর্ব দিক থেকে হেঁটে এসে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থামলো। এদের বয়স হবে ১২ থেকে ১৫ বছর। এদের প্রত্যেকের পোশাক, চেহারা, আচরণ ও চুলের কাটিংসহ পুরো শরীর পর্যবেক্ষণ করে এদের সম্পর্কে সুস্পষ্ট ধারণা হলো যে, এই ছেলেগুলো চরম বখাটে। যাদের অনেকটা কিশোর গ্যাঙ বলা যায়। অনেকক্ষণ পর্যবেক্ষণ করে এদের কেউই যে ভালো কোনো পরিবার বা ভালো কোনো পরিবেশের সন্তান নয় এটা অন্তত নিশ্চিত হওয়া গেছে। উপস্থিত অনেকেই তাদের দেখে এমনই মন্তব্য করেছেন। এরা দীর্ঘক্ষণ আওয়ামী লীগ অফিসের সামনে রাস্তার উত্তর পাশে জেলা জজের বাসভবনের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে ও বসা অবস্থায় ছিলো। এদের দেখে আওয়ামী লীগ অফিসের নিচে অবস্থান করা খোদ দলীয় নেতা-কর্মীদের অনেকের প্রশ্ন ছিলোÑএরা কারা? এদের এখানে কী কাজ? এদের কারা বা কে আনলো। নেতারা শুধু নিজেরাই নিজেদের মধ্যে তাদের নিয়ে এমন নানা মন্তব্য করলেন। কিন্তু কেউ গিয়ে তাদের জিজ্ঞেস করেনি যে, তোমরা কারা? কী জন্যে এখানে এসেছো বা কারা এনেছে তোমাদেরকে অথবা তোমাদের এখানে কী কাজ? অনেকে বলেছে, এরাই কিশোর গ্যাঙ, এরাই সুযোগ বুঝে নানা অপরাধ করে থাকে।
উল্লেখ্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয় উদ্বোধনের দিন প্রায় ডজনখানেক মোবাইল চুরি হয়েছে। এসব অপাংক্তেয়দের ব্যাপারে সব জায়গায়ই সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করেন সচেতন সাধারণ মানুষ। ছবি ও প্রতিবেদন : এএইচএম আহসান উল্লাহ।