• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডে এসডু পাটওয়ারীর মতবিনিময় সভা

প্রকাশ:  ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের ডাকাতিয়া নদী সংলগ্ন তহশীলদার বাড়ির উঠোনে গতকাল শুক্রবার সকাল ৯টায় চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মোঃ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এসডু পাটওয়ারী বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামী লীগের রাজনীতি করি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি। ছোটবেলা থেকেই আমরা এই দলের হয়ে জনগণের অধিকার রক্ষা করে আসছি। জনগণের রায় নিয়েই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশকে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। আমি চাঁদপুর পৌরসভায় আপনাদের রায় নিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় অবদান রাখতে চাই।
মহাজোট নেতা মোঃ খালেক তহশীলদারের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা আলমগীর হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাজমুল পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা খালেক পাটওয়ারী, সিপন চৌধুরী, মজু দেওয়ান, আব্দুল আলী, বাদল পাটওয়ারী, সহীদ গাজী, চুন্নু পাটওয়ারী, ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন পাটওয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল পাটওয়ারী, যুবলীগ নেতা জুয়েল পাটওয়ারী প্রমুখ।