চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা
সকলের সম্মিলিত চেষ্টায় প্রতিটি ইউনিয়নবাসীর মুখে হাসি ফোটাতে পারবো : উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম দেওয়ান
চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম দেওয়ান। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় চাঁদপুরের প্রতিটি ইউনিয়নবাসীর মুখে হাসি ফোটাতে পারবো। চরাঞ্চলে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা ঠিকমত যায় কিনা জনপ্রতিনিধি হিসেবে দেখার দায়িত্ব আমাদের রয়েছে। সে সুবাদে যার যার নির্বাচনী এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো মনিটরিং করবেন। তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেধরা এবং বিভিন্ন ছেলেমেয়েদের গলা কেটে নিয়ে যায় বলে গুজব চলছে। এ ব্যাপারে খোঁজ খবর নিতে জনপ্রতিনিধিদের অনুরোধ জানান।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসেন সজীব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন, সদর উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মতিন, চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ হারুনুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুন নবী, প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী উপ-সহকারী মোঃ জাহিদুল ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ জামাল উদ্দিন, পরিসংখ্যান অফিসার মোঃ গোলাম মোস্তফা, রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটোয়ারী, কল্যাণপুরের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন রনি পাটোয়ারী, মৈশাদীর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, বাগাদী ইউপি চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন বিল্লাল, তরপুরচ-ী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর ফরিদা ইলিয়াস, আশিকাটি ইউপি সচিব মোঃ সুলতান মাহমুদ, হানারচর ইউপি সচিব এমএ কুদ্দুস রোকনসহ বিভিন্ন ইউনিয়ন সচিব ও উপজেলার কর্মকর্তাগণ।