পৌর আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম নুরুর আয়োজনে ইফতার ও দোয়ানুষ্ঠান
সকলে দোয়া করবেন যাতে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকে : মেয়র নাছির উদ্দিন আহমেদ
গতকাল ৩১ মে শুক্রবার ছিলো পবিত্র মাহে রমজানের ২৫ রোজা। একই সাথে ছিলো জুমাতুল বিদা। এদিন চাঁদপুর শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম নূরু তাঁর পুরাণবাজার মমিনবাগস্থ নিজ বাসভবনে ইফতার ও দোয়ার আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। তিনি মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস হলো ইবাদাতের মাস, ত্যাগের মাস, সংযমের মাস। আমাদেরকে সকল লোভ লালসা ত্যাগ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে। দেশকে ভালোবাসতে হবে, অন্যায় থেকে বিরত থাকতে হবে। তিনি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে দোয়া চেয়ে বলেন, আজ শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের ধারাবাহিক উন্নয়ন যাতে অব্যাহত থাকে এজন্যে আপনারা সকলে দোয়া করবেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করছে। দেশ আজ খাদ্য, স্বাস্থ্য, শিক্ষায় সর্বদিক থেকে এগিয়ে চলছে। যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখনই দেশ উন্নয়নের দিকে ধাবিত হয়। আপনারা শেখ হাসিনার জন্যে দোয়া করবেন তিনি যাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করতে পারেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক আলহাজ¦ নূরুল ইসলাম নূরু। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদস্য মুনির আহম্মদ, সদস্য রফিক উল্লা, কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-১০-এর সভাপতি আলহাজ্ব মোস্তাক হায়দার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ হালিম গাজী, পৌর প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বিএম নূরুজ্জামান, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, জেলা পরিষদ সদস্য মোঃ মুকবুল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ শাহজাহান। অনুষ্ঠান পরিচালনা করেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বিপ্লব। দোয়া ও মোনাজাত শেষে সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। পরে বিভিন্ন ওয়ার্ডের দুঃস্থ অসহায়দের মাঝে বিতরণের জন্যে ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের হাতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপুর মাধ্যমে কাপড় তুলে দেন আলহাজ্ব নূরুল ইসলাম নূরু।