আজ ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন
১শ’ ১৮টি কেন্দ্রে ৩ লাখ ভোটার ॥ সুষ্ঠু নির্বাচন করতে ৪ স্তরের নিরাপত্তা
আজ রোববার ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ৫ম নির্বাচন। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ১শ’ ১৮টি কেন্দ্রের ৭শ’ ৪৫টি বুথে টানা ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে জেলা ও উপজেলা প্রশাসন ৪ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছে। নির্বাচনে কাজে ১শ’ ১৮টি কেন্দ্রের ৭শ’ ৪৫টি বুথের জন্যে ২৩শ’ ৫৩ জন সরকারি-বেসরকারি কর্মকর্তা নির্বাচনী কাজে নিয়োজিত থাকবেন। এবারের নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৯ হাজার ৭শ’ ৭৬ জন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজ সাংবাদিকদের জানান, অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন করতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক প্রশাসন ভোটার ও নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ নিরাপত্তার কথা মাথায় রেখে চারস্তরের নিরাপত্তা বাহিনী বেষ্টিত পরিবেশে ভোটগ্রহণ করা হবে। নিরাপত্তা বাহিনী হিসেবে কাজ করবে বিজিপি, র্যাব, পুলিশসহ আনসার-ভিডিপি বাহিনী। বিজিপি ও র্যাব বাহিনী ৫ ম্যাজিস্ট্রেটের অধীনে স্ট্রাকিং ফোর্স হিসেবে কাজ করবে। এছাড়াও প্রতি ৩টি কেন্দ্রের জন্য ১টি মোবাইল টীম ও ৮টি পুলিশের বিশেষ বাহিনীর স্ট্রাকিং ফোর্স থাকবে। এ ছাড়াও ভোট কেন্দ্রগুলোতে প্রায় ৩ হাজার সরকারি ও বেসরকারি কর্মকর্তাকে ভোটগ্রহণে সার্বক্ষণিক কাজ করবে।