নেতা নয়, কর্মী হিসেবে মূল্যায়ন করেই দল আমাকে মনোনয়ন দিয়েছে : জাহিদুল ইসলাম রোমান
ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান বলেছেন, আওয়ামী লীগ সবসময়ই দলের প্রতি নেতা-কর্মীদের কর্মকা- মূল্যায়ন করে। দলের পদ-পদবি থেকে শুরু করে জনপ্রতিনিধি পর্যন্ত সকল স্থানেই সেভাবে মূল্যায়িত হয়ে আসছে। বিগত নির্বাচনগুলোতে আমরা এই ধারা দেখেছি। তাছাড়া সর্বশেষ সংসদ নির্বাচন ও মন্ত্রীসভা গঠনে দেখেছি নতুনদের মূল্যায়নের মাধ্যমে দলে তরুণদের প্রাধান্য। আমি রাজনৈতিক পরিবারের সন্তান। ছেলেবেলা থেকেই দেখেছি রাজনৈতিক কর্মকা-। তাই পদ-পদবি নয়, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে সবসময় কাজ করার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়, জননেত্রী শেখ হাসিনা নেতা নয়, একজন কর্মী হিসেবে মূল্যায়ন করেই আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমার এই মনোনয়নের মাধ্যমে দলের কর্মীদের জয় হলো। এখন এই জয়কে ২৪ মার্চ নৌকার বিজয়ের মাধ্যমে ফসল ঘরে তুলতে হবে। আর এই অঞ্চলের মানুষ সবসময় আওয়ামী লীগের প্রতি বিশেষভাবে দুর্বল। তাই উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয় করার মাধ্যমে গোবিন্দপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নবাসী সেই ভালোবাসার জবাব দিবে।
গতকাল বুধবার উপজেলার গোবিন্দপুর উত্তর ও গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। বিকেলে নয়াহাট বাজারে গোবিন্দপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরীর সভাপ্রধানে নৌকার সমর্থনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার। উপস্থিত ছিলেন ব্যবসায়ী গিয়াস উদ্দিন বাবুল পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাবেক ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা শেখ মোঃ শাহআলম, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এমরান হোসেন মিলন ভূঁইয়া প্রমুখ।