কচুয়ায় শাহজাহান শিশিরের নির্বাচনী প্রচারণা শুরু
তৃতীয় ধাপে ২৪ মার্চ অনুষ্ঠিতব্য কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহজাহান শিশির গতকাল শুক্রবার জুমার নামাজের পর জগৎপুর গ্রামে মায়ের কবর জিয়ারত শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এদিন তিনি প্রখ্যাত আলেম ক্বারী ইব্রাহীম (রঃ)-এর কবর জিয়ারত করেন।
বিকেলে তিনি সাবেক সংসদ সদস্য প্রয়াত অ্যাডঃ আব্দুল আউয়াল খন্দকার, প্রয়াত সংসদ সদস্য সেকান্দর আলী মিয়া, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত তাজুল ইসলাম বিএসসির কবর জিয়ারত করেন। এরপর হোসেনপুর উজানী গ্রামের সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেন।
তিনি সন্ধ্যায় গুলবাহার গ্রামে চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্র্যাজুয়েট প্রয়াত আশেক আলী খান ও প্রয়াত সংসদ সদস্য মিসবাউদ্দিন খানের কবর জিয়ারত করেন। এ সময় তিনি রহিমানগর, পালগিরি, লুন্তি, মনোহরপুর, বাতাবাড়িয়া, মনপুরা, গুলবাহার গ্রামের সাধারণ জনগণ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকদের সাথে মতবিনিময় করেন। আগামী ২৪ মার্চ নির্বাচনে উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।