• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আবু সাহেদ সরকার

প্রকাশ:  ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের সমর্থনে ও নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দিলেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মনোনয়ন জমা দেয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, আমি নৌকার লোক। নৌকা যার, আমি তার। তাই নৌকার বিদ্রোহী হওয়ার প্রশ্নই উঠে না। তবে বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে নৌকার পক্ষে মনোয়নপত্র প্রত্যাহার করবো। তার এই ঘোষণায় উপস্থিত সকলে করতালি দিয়ে স্বাগত জানান।