• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ

প্রকাশ:  ৩০ জানুয়ারি ২০১৯, ১২:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে চাঁদপুরে বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা ছাত্রলীগ, চাঁদপুর সদর ও পৌর যুবলীগ এবং ছাত্রলীগের উদ্যোগে এ প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিকেলে চাঁদপুর শহরের শপথ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন এবং প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু ও তাজুল ইসলাম মিয়াজী, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্না, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, পুরাণবাজার কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান বেপারী ও সাধারণ সম্পাদক জুম্মানসহ যুবলীগ ও ছাত্রলীগের জেলা, সদর উপজেলা এবং পৌর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁরা ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সন্ত্রাসী হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।